Description
ডাউনলোড করুন পশ্চিমবঙ্গ WBCHSE বোর্ডের অন্তর্গত উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 (New syllabus এর উপর ) HS পরীক্ষার জন্য। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন ইত্যাদির উপর সাজেশন 2023 পরীক্ষার জন্য। Download HS History suggestion 2023 for West Bengal WBCHSE class 12 exam in 2023.
ইতিহাস সাজেশন 2023:
ডাউনলোড করুন বিশ্বস্ত এবং নাম্বার ওয়ান ইতিহাস সাজেশান উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য। যেটি ইতিহাস বিষয়ের শিক্ষক দ্বারা নির্মিত। উচ্চমাধ্যমিক 2023 ইতিহাস সাজেশন অবশ্যয় এই সাজেশান ভাল নাম্বার পেতে সাহায্য করবে।
উচ্চমাধ্যমিক 2023 পরীক্ষার জন্য করণীয়:
- টেক্সট বই গুলো ভালো করে পড়ো।
- টেস্ট পেপার অনুশীলন কর।
- উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে অনেকবার মক টেস্ট দাও।
- হাতের লেখা ভালো করার চেষ্টা করো ।
- কমপক্ষে পরীক্ষার আগে আমাদের সাজেশান তিনবার Revise দিও।
- বানান ভুল কম করার চেষ্টা করতে হবে।
- প্রতিদিন রুটিন মাপীক কমপক্ষে সাত ঘণ্টা পড়ো।
HS History Suggestion 2023:
(Demo Copy)
(*,**,***,***** মার্ক দেওয়া প্রশ্ন গুলি বেশি গুরুত্বপূর্ণ।)
Part – A প্রশ্নমান – ৮ ৫×৮ = ৪০
Group – I
১। অতীতে মানুষের ধারণা কে মীথ ও কিংবদন্তি কিরূপে রূপ দান করেন?***** অতিথি কে তুলে ধরার ক্ষেত্রে জাদু ঘরের ভূমিকা আলোচনা করো।** আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দুটি শিল্প জাদুঘর এর নাম লেখো।
Group – II
৫। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো।* এই আইনের গুরুত্ব কি ছিল? লখনউ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 1919 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো।*****
PART – B SAQ প্রশ্নমান – ১
২।
- শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল?*
- ষোড়শ সপ্তদশ শতকে ইউরোপের নিরিখে নতুন বিশ্ব বলতে কী বোঝ?
- সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে?*
- তিয়েনসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
- উন্মুক্ত দ্বার নীতি কি এবং এর প্রবক্তা কে?*
- ত্রয়োদশ উপনিবেশ, বলতে কী বোঝো?
- মার্কেনটাইলবাদ কি?*
- 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়?*
- সাম্রাজ্যবাদ বিষয়ে জেএ হবশন এর মূল বক্তব্য কি ছিল?
৮।
- মিশ্র অর্থনীতি কি?
- স্বাধীন বাংলাদেশের জাতির পিতা কাকে বলা হয়?
- নয়া উপনিবেশবাদ কি?*
- ‘মহলানবিশ মডেল’ বলতে কী বোঝো ?*
- স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
- স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল ?
- হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন ?*
অতি সংক্ষিপ্ত প্রশ্ন (MCQ with ANSWERS) (প্রশ্ন মান ১) ১x২১=২১
- ‘ কেশরী’ পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন – তিলক*
- ‘ ছেড়ে আসা গ্রাম’, গ্রন্থটি লিখেছেন – দক্ষিণারঞ্জন বসু*
- ‘ বেঙ্গলি’ পত্রিকা সম্পাদনা করতেন – সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়*
- ‘ সীমান্ত গান্ধী’ নামে পরিচিত ছিলেন – খান আবদুল গফফর খান*
- ‘ সব ইতিহাসই সমকালীন ইতিহাস’ এটি কার উক্তি – ক্রচের
- ‘Discogvary of india’গ্রন্থের লেখক হলেন – জহরলাল নেহেরু
- ‘Early history of india’, গ্রন্থের রচয়িতা – ভিন্সেন্ট স্মিথ
- ‘India today’গ্রন্থের রচয়িতা হলেন – ডক্টর রজনীপাম দত্ত*
- ‘Neo-colonialism, the last stage of impreialism’, গ্রন্থটির রচয়িতা হলেন – নক্রুমা
- ‘Now or never’ পুস্তিকাটি লেখেন – চৌধুরী রহমত আলী*
- ‘On the origin of specise – গ্রন্থটির লেখক হলেন – চার্লস ডারউইন
- ‘Poverty and un-britist rule in india’ রচনা করেন – দাদা ভাই নগরেজি
- 1448সালে বিশ্ব মানচিত্র প্রস্তুত করেন – আন্দ্রে ওয়ার্ল্ পারজার*
- 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন – লর্ড মিন্টো*
- 1943 এর বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন – ওয়াভেল
- 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় – খরগোপুর এ
- 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে – বেলগ্রেড*
- 29 আগস্ট 1842 সালে চীন থেকে কোন চুক্তি স্বাক্ষরিত হয় – নানকিং এর সন্ধি
- Finance capital, গ্রন্থটির লেখক হলেন – হিলফারডিং*
- Ideologies of the raj, গ্রন্থটি রচনা করেন – মেটকাফ*
- Industry of empire, গ্রন্থটি লেখেন – এরিক হবসবম*
Roma –
Wonderful suggestion